সকল মেনু

ইরাকে সন্ত্রাসী হামলা বিষয়ে নিয়ে ইউপিএম-এ সেমিনার

unnamedশামছুজ্জামান নাঈম, মালয়েশিয়াঃ যুদ্ধ বিধ্বস্ত ইরাকে প্রতিনিয়ত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আক্রান্তদের সহানুভূতি জানিয়ে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় (ইউপিএম) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউপিএম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন ও ইরাকী স্টুডেন্ট এ্যাসোসিয়েশন ইউপিএম যৌথ উদ্যোগে আয়োজন করে ‘রিয়েছিং ফর গ্লোবাল হারমনি’ শীর্ষক সেমিনারের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত ইরাকী রাষ্ট্রদূত প্রফেসর ড. বাসিম হাত্তাব আল তুম্মা। নাইজেরিয়ান চিনইদু অনি ও আমানি আকরাম ইয়াহিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন ইউপিএম-এর পিএইচডি গবেষক হাসান আলোবেদী। সেমিনারে ইরাকে বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলার উপর তৈরি একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপিএমআইএসএ এর প্রেসিডেন্ট মুহাম্মাদ সানী উসমান। মুল বক্তব্য পাঠ ধরেন ইউপিএমআইএসএ- এর ভাইস প্রেসিডেন্ট হায়দার ফৌজি মাহমুদ। এছাড়া সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএসইউপিএম এর প্রেসিডেন্ট আব্দুল বাশির, নাসের আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন রিসার্চ এনুভেশন এর ডেপুটি ভাইস স্যান্সেলর দাতু ড. মোহা. আযমী, মোহাম্মদ সাহাবুদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ স্টুডেন্ট এ্যাফেয়ার্স এর সভাপতি এসকে আহমেদ ফাহাদ সেক্রেটারি জেনারেল এইচএম জসীম উদ্দিন চাঁদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top