সকল মেনু

কুক-মরগানদের প্রতি মাশরাফির বার্তা

Mortaza-fgh-300x171খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টি নির্ভর করছে দেশটির ক্রিকেট বোর্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদনের উপর। বাংলাদেশে সফর করার আগে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখে গেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ইংল্যান্ডের ওয়ানডে দলকে এ ব্যাপারে জানানো হবে। বাংলাদেশ সফর করার আগে নেয়া হতে পারে ক্রিকেটারদের মতামত।

মতামত দেয়ার আগেই বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক ও ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগানকে দিয়ে রাখলেন এক বার্তা।

মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের ভিন্ন দুই ফরম্যাটের অধিনায়ককে উদ্দেশ্যে করে মাশরাফি বলেন, ‘তোমরা আসবা এবং আমি নিশ্চিত যে এখানে এসে খেলা ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। এখানে এসে স্বস্তিতে ক্রিকেট খেলতে পারবে এবং ভালো প্রতিযোগিতা হবে আশা করি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top