সকল মেনু

ঢাকা আসছেন জন কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একদিনের সফরে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে এ খবর জানা গেছে।

সূত্র জানায়, আগামী ২৯ আগস্ট সকালে ঢাকা আসবেন কেরি এবং কিছু সময় এখানে কাটিয়ে ওই দিনই তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন জন কেরি। সফরকালে কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে।

তার সম্ভাব্য সফরসূচির বিষয়টি গত রোববার আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

এনিয়ে বার্নিকাট গত দুই সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে চারটি বৈঠক করেছেন বলে সূত্র জানিয়েছে।

এর আগে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন। সফর শেষে তিনিও ভারতে গিয়েছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top