সকল মেনু

চীনে বন্যায় ৬৮ জনের মৃত্যু

3আন্তর্জাতিক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ১৭৫ জন। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এই খবর জানায়। সিচুয়ান প্রদেশের বন্যা ও খরা প্রতিরোধ বিভাগের প্রধান জানান, এর মধ্যে শুধু দুজিয়ানগিয়ান শহরের কাছে একটি গ্রামে ভূমিধসে মারা গেছে ৪৪ জন। 
প্রাদেশিক আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত সপ্তাহে সিচুয়ানে অন্তত ৪৩টি কাউন্টিতে ৪০০ থেকে ৮০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া, দুইটি শহরে বৃষ্টিপাত হয়েছে ৮০০ থেকে এক হাজার ১৫১ মিলিমিটার। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ হাজার ৪০০ ঘর-বাড়ি ধসে পড়েছে এবং ৩৪ লাখ ৭০ হাজার মানুষ বন্যায় আটকে পড়েছে।উদ্বাস্তু হয়েছে আরো তিন লাখ মানুষ। গত সোমবার পর্যন্ত বন্যায় চীনের আর্থিক ক্ষতি হয়েছে ৩২৮ কোটি ডলার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top