সকল মেনু

সীমান্তে ১৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা সীমান্তে ১৩ বাংলাদেশিকে গতকাল সোমবার রাতে ফেরত দিয়েছে বিএসএফ। তারা গত ২ জুলাই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন-বিন্দু নাল (৪৫), অঞ্জন সরকার (৪৫), নিরাঞ্জন সরকার (৩৫), অধীর দাস (৪০) গোপাল ভৌমিক (৩০), দুলাল সরকার (২১), সেফালী ভৌমিক (২৫), নিয়তী দাস (৬০), সবিতা সরকার (৩৫), সুদীপ সরকার (৭), পূজা ভৌমিক (১০), আটাষ সরকার (১৪) ও সাহাব উদ্দিন সরকার (১৪) ।

বিজিবি সূত্র জানায়, বরুয়াকোনা সীমান্তে কলমাকান্দার ১৩ বাংলাদেশি অবৈধভাবে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়। এরপর তারা কারাগারে ছিলেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে বিএসএফ বরুয়াকোনা ফাঁড়ির ইনচার্জ হাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে তাদের ফিরিয়ে দেন। রাত এগারোটার দিকে স্থানীয় বিজিবি কলামাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বিজিবি ১১ ব্যাটালিয়নের (নেত্রকোনার) মেজর মাখদুম সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কলমাকান্দা থানার এস আই মোঃ হাবিবুর রহমান জানান, আটকদের কলমাকান্দা থানা হাজতে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top