সকল মেনু

ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে

4133_earth

হটনিউজ ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলায়েকের ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। ভূপৃষ্ঠের ১০৬ দশমিক ৩ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প সৃষ্টি হয়।  তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। গতকাল বিকেলের দিকেই রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার কম্পন অনুভূত হয় ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায়। ২০ আগস্ট ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় জাপানে। গেল জুলাইয়ে জিওসায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। গবেষকরা আশঙ্কা করছেন, যেহেতু এখানে গত ৪০০ বছর ধরে শক্তি সঞ্চয় হচ্ছে, ফলে তা যেকোন সময় রিখটার স্কেলে ৯ মাত্রার মতো শক্তিশালী একটি ভূমিকম্প তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের কয়েকজন ভূপদার্থবিদ ভারতীয় উপমহাদেশের নিচে একটি অঞ্চল চিহ্নিত করেছেন, যেখানে একটি টেকটনিক প্লেট অন্য এটি প্লেটের উপর ক্রমশ চেপে বসছে। এ ধরনের অঞ্চলকে বিজ্ঞানীরা সাবডাকশন জোন বলছেন। ২০০৪ সালের প্রলয়ঙ্করী সুনামি ও ২০১১ সালে জাপানের ভূমিকম্পেও এই একই ধরনের সাবডাকশন জোনের ভূমিকা ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top