সকল মেনু

অবসর ভেঙ্গে ফিরছেন হিঙ্গিস

3_5খেলাধূলা : বিশ্বের সাবেক এক নম্বর টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস অবসর ভেঙ্গে কোর্টে নামছেন। ৩২ বছর বয়স্ক এই সুইস তারকা ¯¬ভাকিয়ার দানিয়েলা হানতুচোভার সঙ্গে জুটি বেধে এ মাসের শেষের দিকে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ওপেনে খেলবেন। ২০০৭ সালের পর এটাই হবে ডব্লিউটিএ ট্যুরে তার প্রথম ম্যাচ।
টেনিস খেলার মতো ‘ফিট’ অবস্থায় আছেন জানিয়ে হিঙ্গিস বলেন, সাউদার্ন ক্যালিফোর্নিয়া ওপেনের মাধ্যমে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে আমি মুখিয়ে আছি। আমার মনে আছে সেই ১৯৯৭ সালে এখানে আমি একক ও দ্বৈতে জিতেছিলাম।
মাত্র ১৬ বছর বয়সেই উইম্বল্ডন জিতে বিশ্বকে চমকে দেয়া মার্টিনা হিঙ্গিস পাঁচটি র্গ্যান্ড ¯¬াম জিতেছেন। গত শনিবারই তাকে টেনিসের হল অব ফেমে অন্তর্ভূক্ত করেন নেয়া হয়।
১৯৯৭, ১৯৯৮ ও ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন মার্টিনা হিঙ্গিস। ১৯৯৭ সালে জেতেন উইম্বল্ডন ও ইউএস ওপেন। ২০৯ সপ্তাহ ধরে র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন তিনি।
২০০৩ সালে গোড়ালির চোটের কারণে মাত্র ২২ বছর বয়সে অবসরে যাওয়া হিঙ্গিস এছাড়াও দ্বৈত ও মিশ্র দ্বৈতে নয়টি র্গ্যান্ড ¯¬াম জেতেন। ২০০৬ সালে কোর্টে ফেরত এসেছিলেন হিঙ্গিস। তবে ড্রাগ টেস্টে তার কোকেইন সেবন ধরা পড়ায় ২০০৭ সালের নভেম্বরে দ্বিতীয়বারের মতো অবসরে যান তিনি। কোনো ধরনের ড্রাগ ব্যবহারের কথা হিঙ্গিস অস্বীকার করলেও তার উপরে আরোপিত দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়েননি তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top