সকল মেনু

বাজারের দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না : শ্রীকান্ত আচার্য

 

‘আমার সারাটা দিন, মেঘলা আকাশ বৃষ্টি, তোমাকে দিলাম… শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম…’ মেঘলা আকাশ হোক কিংবা বৃষ্টি, গোমড়ামুখো বাদল দিনে মনের অজান্তে গুনগুন করে এই গানের দুই কলি গেয়ে ওঠেন না এমন মানুষ দুই বাংলায় বোধহয় আজ খুব কমই আছেন। এমনই অনেক মনমাতানো গানে, যার কণ্ঠের জাদুতে, সীমান্তের বেড়াজাল ছাড়িয়ে তিনি পৌঁছে গিয়েছেন দুই বাংলার মানুষের হৃদয়ের মনের কাছাকাছি, তিনি সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য।

হাঁটি হাঁটি পা পা করে সংগীত জীবনের কুড়ি বছরে এসে পা রাখলেন তিনি। সম্প্রতি সংগীতজীবনের কুড়ি বছরে পা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ যখন পেছন ফিরে তাকাই, তখন আমার নিজের অনেক গান শুনেই মনে হয়, একটু অন্যরকম গাইলে হয়তো আরো একটু ভালো হতে পারত। আজ নিজের কাছেই নিজের খুঁতগুলো যেন বেশি করে ধরা পড়ে।’

কুড়ি বছরে পা দেওয়া সংগীত জীবনে এমন কিছু সময় নয়। তারপরও বেশ কিছু আফসোস শিল্পীর ভেতরে রয়ে গেছে। শ্রীকান্ত বলেন, ‘আরো ভালো কাজ করা উচিত ছিল। ভালোর তো কোনো শেষ নেই। তবে ভবিষ্যতে আরো ভালো করে করতে হবে কাজটা।’

অনেকে বলেন, গানের বাজার নাকি এখন মন্দার মুখে। তবে গানের বাজার মন্দা নাকি ভালো তা নিয়ে মোটেই মাথা ঘামাতে চান না শিল্পী। বললেন, ‘আমরা যারা সিরিয়াসলি গান-বাজনা করার চেষ্টা করি, আমরা বাজার ভালো থাকলেও গান-বাজনা করব, খারাপ থাকলেও গান-বাজনা করব। ওসব নিয়ে ভাবতে চাই না। আমি বিশ্বাস করি, আমাদের কাজ আমাদের করে যেতে হবে। আমি কখনই বাজারের দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না। আগেও কখনো হইনি। ভবিষ্যতেও হব না। শ্রোতাদের কাছে আমার কমিটমেন্ট ভালো গান তৈরি করা, আর সেই কাজটাই আমি সব সময় করে যেতে চাই।’

নিজের গায়কী ভঙ্গিমায় নিজের একটা আলাদা জগৎ তৈরি করেছেন শ্রীকান্ত আচার্য। জয় সরকার, দেবজ্যোতি মিশ্রর মতো সুরকারদের সুরে, শ্রীজাত, অর্ণা শীল, সৈকত কুণ্ডুর মতো গীতিকারদের সঙ্গে কাজ করেছেন তিনি। মনের তাগিদ থেকে সৃজনশীল গান গাইতেই মূলত ভালোবাসেন। বললেন, ‘এতদিন ধরে কিছু কিছু মানুষের সঙ্গে কাজ করে গানের একটা নতুন ধারা তৈরি করার সঙ্গী হয়েছি। ভালো লাগা, মন্দ লাগা সে তো শ্রোতাদের বিবেচনা। তবে গানের জগতে অনেক সময় অনেক ক্ষেত্রেই বহু রিমেক গান জনপ্রিয় হয়েছে। কিন্তু এখন আর রিমেক গানগুলো আমাকে টানে না সেভাবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top