সকল মেনু

ভারতে পাঁচ বছরের ভ্রমণ ভিসা পাবেন ৬৫ ঊর্ধ্বরা

Indian-visafg-300x157আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : ৬৫ বছরের বেশি বয়সের বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ৬৫ বছরের বেশি বয়সের বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ভিসার মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হবে। তারা মাল্টিপল এন্ট্রির এই ভিসা সুবিধা পাবেন। অর্থাৎ এই ভিসায় সড়ক, রেল ও বিমানে ভ্রমণের অনুমতি থাকবে।

পর্যটকদের উৎসাহিত করতে ভিসা প্রক্রিয়া সহজ করায় সরকারের নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ঢাকায় ভারতীয় হাইকমিশনকে অবহিত করা হয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশন এখন থেকে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের এই সুযোগ প্রসারিত করবে।

এই উদ্যোগ বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিবৃতি আশা প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top