সকল মেনু

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ

কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ। যা গতবার বছরের তুলনায় বেশী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৮০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯১২ জন, গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৪৫২ জন শিক্ষার্থী।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর ১ লাখ ৮ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৯ হাজার ৮৯৫ জন। এদিকে গত বছরের তুলনায় এ বছর শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যাও বেড়েছে। এ বছর শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ৮টি, গত বছর ছিল ৬টি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো.কায়সার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top