সকল মেনু

বিদেশ কেন্দ্রে পাস ৯৩.৫৫%

বিদেশ কেন্দ্রে পাস ৯৩.৫৫%

ঢাকা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাতটি বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৩ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন শিক্ষার্থী। বিদেশ কেন্দ্রে গত বছর পাসের হার ছিলো ৮৯ দশমিক ৮৩ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিলো ১৭ জন।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ফলাফল প্রকাশ করেন। ১০ বোর্ডে গড় পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। ঢাকা বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৫৩ শতাংশ।

বিদেশ কেন্দ্রে ২৪৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৩২ জন। বিদেশ কেন্দ্রে ২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top