সকল মেনু

এবার এইচএসসি ও সমমানে পাসের হার ৭৪.৭০ শতাংশ

3908_educa হটনিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৪.৭০ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। গত বছর গড় পাসের হার ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ।

এ বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪.৪৯ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৬৮.৫৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৪.৬০ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০.৬৪ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৭৫.৪০ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৭০.১৩ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৮৩.৪২ শতাংশ।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.১৯ শতাংশ। মোট পাস করেছেন ৮০ হাজার ৬০৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ২,৪১৪ জন।

কারিগরি বোর্ডে পাসের হার ৮৪.৫৭ শতাংশ। মোট পাস ৮৬ হাজার ৪৬৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬,৫৮৭ জন।

এবার ছেলেদের পাসের হার ৭৩.৯৩ শতাংশ, মেয়েদের পাসের হার ৭৫.৬০ শতাংশ।

সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১,৩৩০ জন, কুমিল্লা বোর্ডে ১,৯১২ জন, রাজশাহী বোর্ডে ৬,০৭৩ জন, চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২,২৫৩ জন, দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩,৮৯৯ জন, বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৭৮৭ জন, যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪,৫৮৬ জন।

বিদেশে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪৮ জন পরীক্ষার্থী অংশ নেন। পাস করেন ২৩২ জন। পাসের হার ৯৩.৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫৩ জন।

এ বছর মোট পাস করেছেন ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪১ হাজার ৪৬৮ জন।

এবার এইচএসসিতে কলেজ বোর্ডগুলোর ফলাফলে পাসের হার ৭২.৪৭ শতাংশ, মোট পাস করেছেন ৭,২৯,৮০৩ জন ও জিপিএ-৫ পেয়েছেন ৪৮,৯৫০ জন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ফলের অনুলিপি হস্তান্তর করেন।
দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ফল জানতে পারবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top