সকল মেনু

বৈশাখী টিভির পর্দায় আসছে আঞ্চলিক ভাষার দীর্ঘ ধারাবাহিক কমেডি ৪২০

420_28183বিনোদন ॥ হটনিউজ২৪বিডি.কম : খুব শীঘ্রই বৈশাখী টিভির পর্দায় আসছে দীর্ঘ ধারাবাহিক কমেডি ৪২০। টিপু আলমের মূলভাবনায় নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন। পরিচালনায় রয়েছেন ফরিদুল হাসান। একঝাঁক তারকা শিল্পীর সাথে এই নাটকে অভিনয় করেছেন অনেক নতুন মুখ। অভিনয় শিল্পীরা হলেন- আমিরুল হক চৌধুরী, মীর সাব্বির, আ.খ. ম হাসান, আলভী, অহনা, হুমায়রা হিমু, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা, মুনিরা মিঠু, কচি খন্দকার, ম ম মোর্শেদ, তারিক স্বপন, কাজী উজ্জল, রোমানা স্বর্ণা, হায়দার আলী, মিষ্টি মারিয়া, নীলম, আমীন আজাদ, শামীম আহমেদ, অধরা প্রিয়া, প্রিয়ন্তী শ্রাবন, তালহা, মাহমুদুল ইসলাম, শহিদুল রাজ, পলাশ আলী, আহমেদ সাব্বির প্রমূখ।

নটকটি সম্পর্কে পরিচালক ফরিদুল হাসান বলেন, এই প্রথম কোনো মেগা ধারাবাহিকে বাংলাদেশের প্রায় সব অঞ্চলের আঞ্চলিক ভাষায় পারফর্ম করছেন সেলিব্রেটি তারকারা। নির্মল বিনোদনের সকল উপাদান দর্শকরা খুঁেজ পাবেন নাটকটিতে। আমার দীর্ঘ ফিল্ম ক্যারিয়ারের সব অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি ব্যয়-বহুল এই মেগা ধারাবাহিকটিতে। ভিন্নতা আনার চেষ্টা করেছি নির্মাণেও।

বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় কমেডি ৪২০ ধারাবাহিকের চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সোহেল তালুকদার, প্রধান সহকারী পরিচালক হিসেবে রয়েছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top