সকল মেনু

হাসতে হাসতে ফাইনালে বোল্ট, বাদ গ্যাটলিন

9_28194খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : রিও অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জেতা উসাইন বোল্টের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাস্টিন গ্যাটলিন। তবে যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট ২০০ মিটারের সেমিফাইনাল থেকেই ছিটকে গেলেন। আর জ্যামাইকান বোল্ট চলতি মৌসুমে তার সেরা টাইমিং করে উঠে গেলেন ফাইনালে।

গেমসের একাদশতম দিন বৃহস্পতিবার ২০০ মিটারের সেমিফাইনালে বোল্ট সময় নিয়েছেন ১৯.৭৮ সেকেন্ড। এই মৌসুমে এটাই তার সেরা টাইমিং। আগের সেরা ছিল ১৯.৮৯ সেকেন্ড।

২০০ মিটারের সেমিফাইনালে ১৯.৮০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে। ছিটকে পড়া গ্যাটলিন সময় নিয়েছেন ২০.১৩ সেকেন্ড।

বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে সাতটায় হবে ২০০ মিটারের ফাইনাল। ২০০৮ ও ২০১২- দুই অলিম্পিকেই এই ইভেন্টে সোনা জিতেছেন বোল্ট। জ্যামাইকান গতিদানব রিওতে হ্যাটট্রিকের অপেক্ষায় রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top