সকল মেনু

সাত দিনের মধ্যে বন্ধ হচ্ছে সিটিসেল

abn_27822_27959হটনিউজ২৪বিডি.কম : বাংলাদেশের প্রথম বেসরকারি মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি সিটিসেল আগামী সাত দিনের মধ্যে বন্ধ করে দেয়া হবে বলে সরকার জানিয়েছে।

কর্মকর্তারা বলছেন, সিটিসেলের কাছে সরকারের পাওনা প্রায় ৫০০ কোটি টাকা পরিশোধ করতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিটিসেলের প্রায় পাঁচ লাখ গ্রাহককে অন্য অপারেটরের সেবা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এর আগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা, বিটিআরসি, ১৬ই অগাস্টের মধ্যে গ্রাহকদের অন্য অপারেটরের সেবা নেয়ার কথা বলেছিল।

তবে মঙ্গলবার টেলিযোগাযোযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এই সময়সীমা আরো সাত দিন বাড়ানোর ঘোষণা দেন।

বিটিআরসি বলছে, গ্রাহকরা এই সময়ের মধ্যে যাতে বিকল্প ব্যবস্থা করতে পারেন এজন্যই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

“আমরা চাই যে অপারেটররা ব্যবসা করুক এবং তারা থাকুক। কিন্তু একটি সীমার বাইরে চলে গেলে আমাদের আর কিছু করার থাকে না”। বলেন বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
প্রায় ৬ বছরে এই ৫০০ কোটি টাকা বকেয়া জমা হয়েছে বলে জানান মি. মাহমুদ।

যদিও বিটিআরসি বলছে সিটিসেল বন্ধের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোন সম্ভাবনা এখনো পর্যন্ত নেই, তবে সিটিসেল কর্তৃপক্ষ বলছে তারা তাদের অবস্থান আবারো সরকারের কাছে ব্যখ্যা করবেন।

“আমরা চাচ্ছি বর্তমান বিনিয়োগকারী এবং ব্যবস্থাপকরা এখন সরে যাবেন এবং নতুন বিনিয়োগকারী ও ব্যবস্থাপকদের কাছে আমরা এটা তুলে দিতে চাই”। বলেন সিটিসেলের প্রধান নির্বাহী মেহবুব চৌধুরী। সূত্র: বিবিসি বাংলা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top