সকল মেনু

পাকিস্তানে ‘নবজাতক বিক্রি চক্রের’ কয়েক সদস‌্য গ্রেপ্তার

images-1-9-290x145আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : পাকিস্তানের পেশোয়ারে নবজাতক বিক্রির চক্রে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন হাসপাতালকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি বলছে, এই চক্রটি হাসপাতাল ও মাতৃসদনে মৃত নবজাতকের সঙ্গে সদ‌্যোজাত শিশুকে পাল্টে ফেলে সদ‌্য জন্ম নেওয়া শিশুর বাবা-মাকে তাদের সন্তান মারা গেছে বলে জানিয়ে দিতো।

নবজাতক এই শিশুদের নিঃসন্তান দম্পতিদের কাছে ৭০ হাজার রুপি থেকে ৩ লাখ রুপিতে বিক্রি করা হতো।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নবজাতক চুরির বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটেছে।

পুলিশ বিবিসিকে জানিয়েছে, নবজাতক চুরির বিষয়ে তারা উল্লেখযোগ‌্য সংখ‌্যক অভিযোগ পেয়েছেন।

বেশ কয়েকজন নারী যারা স্বাস্থ‌্যবান শিশুর জন্ম দিয়েছিলেন তাদের কয়েকঘণ্টা পর বলা হয়েছিল যে, তাদের সন্তান মারা গেছে।

গ্রেপ্তার হওয়াদের মধ‌্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ। তাদের মাঝে একজন নার্স, দুইজন স্বাস্থ‌্যকর্মী এবং একজন দালাল রয়েছেন। এই দালালই সন্তানহীন দম্পতির সঙ্গে আর্থিক লেনদেন করতো বলে অভিযোগ পাওয়া গেছে।

এই চক্রের কাছে থাকা একটি মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রটি নয় নবজাতককে চুরি করে বিক্রির সঙ্গে জড়িত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top