সকল মেনু

গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড চিহ্নিত

গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড চিহ্নিত

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মূল দায়িত্বে থাকা আরেক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার সাংগঠনিক নাম মারজান।
শুক্রবার সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।

তিনি জানান, গুলশান হামলার ঘটনায় অন্যতম মাস্টারমাইন্ডকে চিহ্নিত করা হয়েছে। তার সাংগঠনিক নাম মারজান। তার ছবি পাওয়া গেছে। নিজের ফেসবুকে মারজান গুলশান হামলার ছবি আপলোড করেছিল।

মনিরুল ইসলাম জানান, গোপন টেক্সট বা আপসের মাধ্যমে গুলশান হামলার ছবি মারজানের কাছে পাঠানো হয়েছিল। সে তা ওপেন করেছিল। পুলিশ এক জঙ্গির মোবাইল থেকে তা উদ্ধার করেছে।

মারজানের বিষয়ে পুলিশ জানিয়েছ, তিনি শিক্ষিত, তামিমের পরের সারির নেতা তিনি। তবে তার আসল নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলার মূলহোতা আবু ইব্রাহিম আল হানিফ তামিম চৌধুরী ও মেজর (চাকরিচ্যুত) সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকাতেই আছেন।

তিনি জানান, ওই তিনজনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তারা শিগগিরই ধরা পড়বেন বলে আশাপ্রকাশ করেন ডিএমপির এই অতিরিক্ত কমিশনার

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top