সকল মেনু

নাটোরে জাইকার সহায়তায় ইউডিসিসি এর কর্মশালা অনুষ্ঠিত

images (6)মোঃ মাহফুজ আলম মুনী, নাটোর থেকে:নাটোরে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি (ইউডিসিসি) এর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাইকার সহায়তায় নাটোর জেলা প্রশাসনের আয়োজনে রাণী ভবানী রাজবাড়ির আনন্দ ভবনে আয়োজিত এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ জাফর উল্লাহ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপ-পরিচালক এবং নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাইকার প্রোগ্রাম অফিসার গোতো হিশাশি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু আব্দুল্লাহ, জাইকার বাংলাদেশী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান সিদ্দিকী, ইউডিসিসি এর জেলা সঞ্চালক মোঃ রেজাউল হুদা, তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার, ইউপি সচিব অপুর্ব চক্রবর্তী এবং সাংবাদিক মুক্তার হোসেন। কর্মশালায় ইউডিসিসি এর গঠন ও কার্যাবলী সম্পাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সুপারিশ মালা তৈরি করা হয়। এতে জেলার ৫২টি উপজেলার ইউপি চেয়ারম্যান ও সচিব, বিভিন্ন সরকারী বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যাম কর্মীরা অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top