সকল মেনু

দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত

unnamed দিনাজপুর থেকে মো. নুরুন্নবী বাবু: আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকারকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবসে আদিবাসী ও মানবাধিকার মেলা পালন করলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৬ নং রনগাঁ ইউনিয়নের কাটাবাড়ী সাদামহল সাঁনতাল আদিবাসী পারগানা পরিষদ। ০৯ ও ১০ আগষ্ট দুই দিন ব্যাপি অনুষ্ঠিত এই মেলায় সার্বিকভাবে সহায়তা করেন রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ(রিইব) এবং বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস স্ট্রাস্ট(ব্লাস্ট) কর্তৃক বাস্তবায়িত “দুঃস্থ্য জনগোষ্ঠির ও সুবিধা বঞ্চিত মানুয়ের ন্যায় বিচার নিশ্চিতকরণে কমিউনিটি লিগ্যাল সার্ভিস(সিএলএস) ” প্রকল্প। উক্ত মেলায় ব্লাস্ট দিনাজপুরের সমন্বয়কারী সিরাজুম মনিরা, রিইব সৈয়দপুরের সমন্বয়কারী মতিউর রহমান, সাবেক ৬ নং রনগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু প্রান্তোষ, সাঁনতাল ইউনিয়ন পারগানা ইলিয়াস হেম্ব্রম, মোছাঃ সাবেদা বেগম,  আইয়ুব আলী,  সাত পারগানা শিরিল হেম্ব্রম, রিইর-সিএলএস সহ: প্রোগ্রাম অফিসার নাজমুল ইসলাম, ব্লাস্ট জেলা প্রকল্প অফিসার খুরশিদা জলি, এ্যডভোকেসি অফিসার হারুনুর রশিদ, স্টাফ আইনজীবি পিনাক পানি রায় উপস্থিত থেকে বক্তব্য দেন ও অনুষ্ঠান উপভোগ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top