সকল মেনু

বিএসএ-আইইউকেএল ক্রিকেটে শিরোপাজয়ী বিএসএ ভিক্টোরীয়ান্স

unnamed (1)শামছুজ্জামান নাঈম, মালয়েশিয়াঃ  বাংলাদেশ স্টুডেন্ট এ্যাসোসিয়েশন ও ইনফ্রাসটাকচার ইউনিভার্সিটি কুয়ালালামপুরের যৌথ উদ্যোগে আয়োজিত বিএসএ-আইইউকেএল ক্রিকেট ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ শিরোপা জয় করে বিএসএ ভিক্টোরীয়ান্স।
বুধবার অনুষ্ঠিত বিএসএ-আইইউকেএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিএসএ সুপার স্টারসকে ৬ রানে হারিয়ে এ শিরোপা জিতে বিএসএ ভিক্টোরীয়ান্স। টুর্নামেন্টের টানা ৭ টি ম্যাচ জয়লাভ করে বিএসএ ভিক্টোরীয়ান্স।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে মাঠে নামে বিএসএ ভিক্টোরীয়ান্স। নির্ধারিত ১৫ ওভারের খেলায় ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন নায়েম ইসলাম। বিএসএ সুপার স্টারসের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট লাভ করেন আকরাম রুবেল।
জবাবে ১৩৮ রানের লক্ষে মাঠে নেমেই উইকেট বিপর্যয়ে পড়ে বিএসএ সুপার স্টারস। এ সময় দলের হাল ধরেন দলীয় অধিনায়ক আহসান তনয়। তিনি কয়েকটি নিয়মিত চার ছক্কার ঝলকানিতে ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে চান। কিন্তু বিএসএ ভিক্টোরীয়ান্সের বোলিংয়ের কাছে ১৪ ওভার ৩ বলে ১৩১ রানে গুটিয়ে যান বিএসএ সুপার স্টারস। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন আহসান তনয়। সর্বোচ ৩ উইকেট লাভ করেন হোসেন আলী।
ম্যাচ অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বিএসএ ভিক্টোরীয়ান্সের নাইম ইসলাম। টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেন বিএসএ ভিক্টোরীয়ান্সের হৃদয় রহমান এবং সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কার লাভ করেন বিএসএ ভিক্টোরীয়ান্সের হোসেন আলী। টুর্নামেন্ট পরিচালনা করেন বিএসএ-আইইউকেএল-এর স্পোর্টস বিষয়ক উপদেষ্টা শহিদুল ইসলাম আরিফ।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোহাম্মদ মহিউদ্দিন মাহি ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়া।
পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন বিএসএ-আইইউকেএল এর প্রেসিডেন্ট মাশিকুর রহমান ইমরান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আদনান, সেক্রেটারি শাকিনুর রহমান (রানা), কোষাধাক্ষ ওমর ফারুক, মোহাম্মদ রাফিসহ বিএসএ-আইইউকেএল-এর কমিটির সদস্যসহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top