সকল মেনু

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ : দুর্ভোগ চরমে

jam_26452হটনিউজ২৪বিডি.কম : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের মেরামত কাজ শেষ না হওয়ায় এখনও বন্ধ রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল। ফলে ওই এলাকায় চলাচলকারীদে দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।

যাত্রী ও চালকদের পড়তে হচ্ছে মারাত্মক বেকায়দায়। জানা যায়, বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিটিএ দৌলতদিয়ার ভেঙ্গে যাওয়া ৩টি ঘাট মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। তবে ঠিক করতে আরো কতদিন সময় লাগবে সে ব্যাপারে নিশ্চিত কিছু জানাতে পারেনি ঘাট কর্তৃপক্ষ। এদিকে বঙ্গবন্ধু সেতু দিয়ে অন্য যানবাহন চলাচল করলেও পণ্যবাহী ট্রাক এখনো দৌলতদিয়া ঘাটে অবস্থান করছে।

আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, দৌলতদিয়া ঘাট বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে আটকা পড়েছে কয়েক শত যানবাহন। ঘাট মেরামতে কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন চালক ও শ্রমিকরা। অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট বন্ধ থাকায় চাপ বেড়েছে কাওড়াকান্দি-শিমুলিয়া ঘাটে। পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top