সকল মেনু

পদ্মা সেতু নির্মাণের ‘সুপার স্ট্রাকচার’ মাওয়া ঘাটে পৌঁছেছে

stakchar

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নদীতে প্রচুর স্রোতের কারণে কোন রকম ঝুঁকি না নিয়ে বার্জটি অতি সতর্কতার সাথে নৌ পথ অতিক্রম করতে থাকে। এতে সময় বেশী লাগলেও নিরাপদে এই সুপার স্ট্রাকচারবাহী বার্জটি মাওয়া পদ্মা সেতু প্রকল্প এলাকায় এসে পৌছে।

এসব তথ্য দিয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের সময়ের কণ্ঠস্বরকে জানান, এই চালানে একটি স্প্যান পূরণ করার মত স্ট্রাকচার রয়েছে। এটি দিয়ে জাজিরা প্রান্তে দুই পিলারের মধ্যে ব্রিজ নির্ণাম করা হবে। এর দৃশ্যমান হবে আগামী ডিসেম্বর মাসে। এভাবে পর্যায় ক্রমে একটি করে স্প্যান বসিয়ে পূর্ণাঙ্গ ব্রিজটি যথা সময়ে তার নিজের রূপ লাভ করবে। গত সপ্তাহে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া বাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের জানান, এ পর্যন্ত পদ্মা সেতুর সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৩৭ ভাগ। সুপার স্ট্রাকচার আসা শুরু করেছে। আগামী ডিসেম্বর নাগাদ পদ্মা সেতু দৃশ্যমান হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top