সকল মেনু

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক॥ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নুরুল আমীন (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর এলাকার মোকছেদ আলীর ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা ফাঁড়ির কমান্ডার সুবেদার আব্দুল আজিজ জানান, নুরুল আমিন ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। পথিমধ্যে খেতারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৪ এর কাছে ভারতের দীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, ভোরে জাইদুল ইসলাম ও সাদ্দাম হোসেনের সঙ্গে সীমান্ত লাগোয়া জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়েছিলেন নুরুল আমিন। বিএসএফ বিনা কারণে তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে নুরুল আমিনের মৃত্যু হয়। তবে এসময় অন্য দু’জন পালিয়ে আসতে সক্ষম হন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top