সকল মেনু

মুজাহিদের রায়ে গণজাগরণ মঞ্চ সন্তুষ্ট

fasi--bg20130717014209স্টাফ স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করার পর ইমরান বলেন, ‘এই রায়ের মাধ্যমে আমরা ন্যায় বিচার পেয়েছি। এই রায় প্রত্যাশিত ছিল। আমাদের প্রতিক্ষীত যে ন্যায় বিচার প্রত্যাশিত ন্যায় বিচার আমরা পেয়েছি।’

তিনি আরো বলেন, ‘শহীদ সাংবাদিক সিরাজউদ্দীন হোসেন ও সুরকার আলতাফ মাহমুদসহ বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যার দায়ে অভিযুক্ত কুখ্যাত আলবদর বাহিনীর সদস্য মুজাহিদের রায়ে জাতি সন্তুষ্ট হয়েছে। ৪২ বছর পর এই রায়ের মাধ্যমে জাতি ন্যায় বিচার পেয়েছে।’

এছাড়াও তিনি গোলাম আযমের রায় প্রসঙ্গে বলেন, ‘আমরা গোলাম আযমের রায় প্রত্যাখ্যান করেছি। সরকার পক্ষ যদি সর্বোচ্চ শাস্তির জন্য আপিল না করে তবে গণজাগরণ মঞ্চ আপিল করবে।’

ইমরান এইচ সরকার জানান, সর্বশেষ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চ রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top