সকল মেনু

রাজধানীতে বাসের ধাক্কায় ঠিকাদার নিহত, ফেন্সিসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় এক ঠিকাদার নিহত হয়েছেন। এদিকে গাবতলীতে প্রাইভেটকারের ভেতর থেকে ১ হাজার ৯০০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বিআরটিসি বাসের ধাক্কায় শামছুল আলম (৬০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। নিহত শামছুল আলম গণপূর্ত ভবনে লিফটের ঠিকাদার ছিলেন। গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জে। তিনি রাজধানীর মালিবাগ মিলেনিয়াম স্কুল গলির একটি বাসায় স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। নিহত শামছুল আলমের ঘনিষ্ঠ গৌতম বণিক জানান, রবিবার দুপুর ১২টার দিকে মতিঝিল শাপলা চত্বরে রাস্তা পার হচ্ছিলেন শামছুল আলম। এ সময় বিআরটিসির একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাবুল মিয়া জানান, শামছুল আলমের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। বিকেলে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top