সকল মেনু

পাকিস্তানে হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ ॥ নিহত ৩০

পাকিস্তানে হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ ॥  নিহত ৩০

অনলাইন ডেস্ক॥ পাকিস্তানের কোয়েটাতে একটি হাসপাতালের জরুরী বিভাগে বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে গণমাধ্যম ডনের খবরে বলা হয়।

ঘটনাটি ঘটে সোমবার বেলুচিস্তান প্রদেশে। তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব কোনো দল স্বীকার করেনি।

পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘটনাটি আমি ব্যক্তিগতভাবেই তদন্তের নির্দেশনা দিয়ে দিয়েছি।’

আলজাজিরার খবরে বলা হয় সদ্য নিহত হওয়া এক আইনজীবির মৃতদেহ হাসপাতালটিতে নিয়ে যাওয়া হলে সেখানে তার সহকর্মীরা জড়ো হলে এ বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।

আইনজীবিদের দলটি গুলিতে নিহত বিলাল আনোয়ার কাসির মৃতদেহ দেখতে ও শোক জানাতে সেখানে সমবেত হয়েছিলেন। কাশি বেলুচিস্তান বার এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।

ডনের খবরে বলা হয়, হামলায় বেশ কয়েকজন আইনজীবি ও সংবাদকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। পুলিশ জায়গাটিকে বর্তমানে ঘিরে রেখেছে।

উল্লেখ্য, আলকায়েদার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেলুচিস্তানে প্রায় সময়ই ছোট বড় সংঘাতের ঘটনা ঘটে থাকে। জায়গাটি ঘিরে রয়েছে আফগানিস্তান ও ইরান সীমান্ত।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top