সকল মেনু

রিও অলিম্পিকে বাংলাদেশের খেলা

rio-fghjk-290x160খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : শুরু হয়ে গেছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অলিম্পিক। বরাবরের মতো এবারের রিও অলিম্পেকেও বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন দেশ সেরা অ্যাথলেটরা। লাল-সবুজের হয়ে এবার সাত প্রতিযোগী ব্রাজিল মিশনে গেছেন।

এবারের আসরে বাংলাদেশের হয়ে একমাত্র খেলোয়াড় হিসেবে গলফার সিদ্দিকুর রহমান ওয়াইল্ড কার্ড ছাড়া খেলার সুযোগ পেয়েছেন। তাই এই ইভেন্টে সিদ্দিকুরের কাছে প্রত্যাশাও অনেক।

অলিম্পিকে বাংলাদেশের অন্যরা হলেন, দেশসেরা সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা। শ্যুটিংয়ে কমনওয়েলথ গেমসের রূপাজয়ী আবদুল্লাহ হেল বাকি আশার আলো দেখাচ্ছেন। আরচ্যারিতে রয়েছেন শ্যামলী রায়। আর দেশের দ্রুততম মানব-মানবী স্প্রিন্টার মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার।

আর্চারির রিকার্ভ বোয়ে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের ৠাংকিং রাউন্ড দিয়ে শুক্রবার শুরু হয়েছে বাংলাদেশের অলিম্পিক। ওই ইভেন্টে শ্যামলী রায় ৬৪ জনের মধ্যে ৫৩তম হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top