সকল মেনু

প্রতিবন্ধী বিষয়ক কর্মশালায় যোগ দিতে সাভারে সায়মা ওয়াজেদ

Saima-ghj-290x189হটনিউজ২৪বিডি.কম : প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা সম্মেলনের মূল্যায়ন নিয়ে আয়োজিত কর্মশালায় যোগ দিতে অটিজম-বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এখন সাভারে।

সাভারের গেন্ডায় সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডিতে রোববার (৭ আগস্ট) সকালে পৌঁছুলে তাঁকে স্বাগত জানান সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান ও স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

সায়মা ওয়াজেদ হোসেন পুতুল সিডিডির কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

প্রতিবন্ধীদের কল্যাণ ও তাদের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন তিনি।
পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও সিডিডি আয়োজিত প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা সম্মেলনের মূল্যায়ন শীর্ষক কর্মশালায় যোগ দেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top