সকল মেনু

হরতালে নিরুত্তাপ মিরপুর

mir-BG-72520130716212606স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় জামায়াত-শিবিরের ডাকা নিরুত্তাপ হরতাল চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এসব এলাকায় হরতালের পক্ষে-বিপক্ষে কোনো মিছিল ও পিকেটিংয়ের ঘটনা ঘটেনি। তবে সকালেই মিরপুর ১০ নম্বর গোল চত্বরে যানজটের সৃষ্টি হয়।

এদিকে গাবতলী থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। তবে লোকাল বাস চলাচল করছে।

মিরপুর ১, ১০, ১১, ১২, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় যানবাহন স্বাভাবিক রয়েছে।

দারুস সালাম থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওসার হটনিউজকে বলেন, “আমরা কোনো রকম পিকেটিং, মিছিল করতে দেব না। নিরাপত্তা জোরদার করেছি। আমাদের মোবাইল সেক্টরিং (ভ্রাম্যমাণ দল) ও ফিক্সড পিকেট (স্থিতবস্থানে থাকা দল) এ দুই স্তরের নিরাপত্তা রয়েছে।

তিনি জানান, টেকনিক্যাল মোড়, বাংলা কলেজ, মিরপুর ১০, ১১, ১২, কাজীপাড়া, শেওড়াপাড়ায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। র্যাবের গাড়িও টহল দিচ্ছে।

পুলিশ সদর দফতরে আমর্ড ইন চিফ রবীন্দ্রনাথ হটনিউজকে বলেন, ‘কোনো ধরনের পিকেটিং বা অনাকাঙ্ক্ষিত ঘটেনি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট রয়েছে। আশা করি, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top