সকল মেনু

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হানিফের

3_25468হটনিউজ২৪বিডি.কম : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শহীদ শেখ কামালের ৬৭তম জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও যুবলীগের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল মজিদ হুমায়ুন প্রমুখ।

সভা পরিচালনা করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। মাহবুব-উল আলম হানিফ শেখ কামালকে একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেব উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে আমরা এমন একজন ব্যক্তিকে হারিয়েছি যে, স্বাধীনতার ৪৫ বছর পরও তার মতো একজন দক্ষ সংগঠককে আমরা খুব অনুভব করছি।’

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ইসুকে কেন্দ্র করে জাতীয় ঐক্যের নামে নতুন খেলা শুরু করেছেন।

হলি আর্টিজান ঘটনাকে রক্তাক্ত অভ্যুত্থান উল্লেখ করে ওই সময় বিএনপি চেয়ারপারসনের দেয়া বিবৃতির সমালোচনা করে হানিফ বলেন, ‘তিনি তো এই ঘটনাকে রক্তাক্ত অভ্যুত্থানই বলবেন। কারণ তিনি এই রকম ঘটনাকে সমর্থন করেন। এজন্য অভ্যূত্থান আখ্যায়িত করে প্রকারান্তরে এই ঘটনাকে সমর্থন করেছেন।’

জাতীয় ঐক্য নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সমালোচনা করে হানিফ বলেন, ‘আমাদের দেশে তথাকথিত সুশীল সমাজ আছে। যারা খালেদা জিয়ার এই কথা শুনে আগ বাড়িয়ে তার সঙ্গে দেখা করতে গেলেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top