সকল মেনু

শ্রীলঙ্কায় দ্বিতীয় স্থানে বাংলাদেশের শাকিল

12-1-290x160খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : শ্রীলঙ্কার ওয়াসকাদুভা শহরে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আবু সুফিয়ান শাকিল। তৃতীয় রাউন্ড পর্যন্ত শীর্ষে থাকলেও চতুর্থ রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে নেমে গেছেন শাকিল।

চতুর্থ রাউন্ডের খেলা শেষে গোল্ডেন স্পের্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার শাকিল ৪ খেলায় ৩.৫ পয়েন্ট নিয়ে ১২ জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

চতুর্থ রাউন্ডের খেলায় শাকিল ভারতের গ্র্যান্ড মাস্টার সুনিলদত্ত লাইনা নারায়ণের সাথে ড্র করেন।

এর আগে প্রথম রাউন্ডে শাকিল শ্রীলঙ্কার প্রতিযোগি আবেসিংহে জানানদানিকে পরাজিত করেন। আর তৃতীয় রাউন্ডে শাকিল মালয়েশিয়ার লোই ঝিন হাউকে পরাজিত করেন।

এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি শাকিলকে এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য পৃষ্ঠপোষকতা করেছে। কমনওয়েলথভূক্ত ১০টি দেশের ৯জন গ্র্যান্ড মাস্টার, ২জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ৬জন আন্তর্জাতিক মাস্টার ও ৪জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১৮৫জন খেলোয়াড় অংশ নিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top