সকল মেনু

কংক্রিটের রাস্তা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

hasina-1-290x180হটনিউজ২৪বিডি.কম : দীর্ঘদিন রাস্তা ব্যবহারের উপযোগী করতে বিটুমিনের পরিবর্তে কংক্রিট দিয়ে রাস্তা নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, ‘বিটুমিনের রাস্তা অল্প বৃষ্টিতেই গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে জনগণের ভোগান্তি অনেকাংশে বেড়ে যায়। এ ছাড়া ব্যয়ও দিগুণ হয়ে যায়। এ জন্য স্লাব ভিত্তিক কংক্রিটের রাস্তা তৈরি করতে হবে।’

প্রতিমন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রী কারাবন্দিদের দক্ষতা অর্জনের ওপরে গুরুত্বারোপ করেছেন।
একনেক বৈঠকে ১ হাজার ৪৮৮ কোটি ১৪ লাখ টাকার সাতটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সাতটি প্রকল্পে সরকারি তহবিল থেকে ১ হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৩৭ লাখ টাকা খরচ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top