সকল মেনু

তথ্য বিনিময়ে থাই-বাংলাদেশ চুক্তির প্রস্তাব তথ্যমন্ত্রীর

ঢাকা : থাইল্যান্ডের সঙ্গে তথ্য ও সংবাদ বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত প্যান পিমন সুভান্না পংস সাক্ষাৎ করতে গেলে তথ্যমন্ত্রী থাইল্যান্ডকে বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তথ্য ও গণমাধ্যম বিষয়ে একটি দ্বি-পাক্ষিক চুক্তির প্রস্তাবনা তুলে ধরেন। থাই রাষ্ট্রদূত এ বিষয়ে দ্রুত কাজ করবেন বলে মন্ত্রীকে জানান।

এছাড়াও দু’দেশের মধ্যে পর্যটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়েও সহযোগিতা বৃদ্ধিতে একমত হন তারা। তথ্যমন্ত্রী থাই রাষ্ট্রদূতকে সুন্দরবন, বান্দরবান, রাঙ্গামাটি, সিলেটসহ দেশের বিভিন্ন নান্দনিক জায়গাগুলো ঘুরে দেখতে উৎসাহ দেন।

সাক্ষাৎকালে মন্ত্রীর দপ্তর এবং থাই দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top