সকল মেনু

মধ্যরাতে কেঁপে উঠল কাবুল

 অনলাইন ডেস্ক | আপডেট: ০৯:৫১, আগস্ট ০১, ২০১৬

বিস্ফোরণ ঘটা স্থানের কাছে সতর্ক অবস্থানে আফগান পুলিশ। ছবি: রয়টার্সআফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি ঠিকাদারদের একটি আবাসস্থলে হামলা চালিয়েছে তালেবান। গতকাল রোববার রাতে এই হামলা হয়।

আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রাত দেড়টার দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে।

বিস্ফোরণের পর কাবুলের অংশবিশেষে অল্প সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিভিন্ন খবরে জানানো হয়, নর্থ গেট কম্পাউন্ডে লরিবোমা হামলা হয়েছে।

হামলাকারীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত পুলিশের এক সদস্য ও এক হামলাকারী নিহত হয়েছে। আহত হয়েছে এক পুলিশ সদস্য।

তালেবান বলছে, তাদের বেশ কিছু যোদ্ধা এই হামলা চালিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top