সকল মেনু

প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি, বললেন হানিফ

image_41770_0স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,ঢাকা: গোলাম আযমের রায় নিয়ে নিজের দেওয়া বক্তব্য একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, এ রায় জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলেও আদালতের প্রতি সম্মান রেখে আমরা এটা মেনে নিয়েছি।

মঙ্গলবার দুপুরে কারওয়ানবাজারের টিসিবি ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে রায়ে আওয়ামী লীগ সন্তুষ্ট। প্রকৃত পক্ষে আমি বলেছি রায়ে গোলাম আযম ও জামায়াত ইসলামীকে তাদের অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বলা হয়েছে জামায়াত নেতার অপরাধ মৃত্যুদণ্ড যোগ্য, এতে আমরা সন্তুষ্ট। কিন্তু তাকে যে সাজা দেয়া হয়েছে তা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি।’

রায়ের বিরুদ্ধে জামায়াতের হরতাল প্রসঙ্গে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষায় দেওয়া হরতাল মানুষ সমর্থন করে না। এ রকম কোন কর্মসূচি আমরা সমর্থন করি না।’

তিনি বলেন, ‘নৈরাজ্যকর সকল কর্মসূচি কঠোর হাতে দমন করা হবে। জনগণের প্রতি আহ্বান তারা যেন এ ধরনের কর্মসূচি কঠোর হাতে দমন করতে সরকারকে সহযোগিতা করেন।’

এ সময় হানিফের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির, জাতীয় কমিটির সদস্য সদর উদ্দিন খান, মশিউর রহমান শিহাব প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top