সকল মেনু

চাঁদপুরের হাইমচরে মেঘনার ভয়াবহ ভাঙ্গন চলছে

indexনিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়নে কয়েক মুহূর্তের মধ্যে মেঘনার ভয়াবহ ভাঙ্গনে ৩৫নং মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনেক বসতঘর ও ২টি মাছের আড়ত নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হাইমচরে বর্ষা শুরু হওয়ার পর থেকে মেঘনার ভাঙ্গন প্রকটভাবে দেখা দেয়। ভাঙ্গনে চরাঞ্চলের লোকজন প্রতিনিয়ত ভিটেমাটি হারানোর ভয়ে আতঙ্কের মাঝে বসবাস করছে। প্রতিদিন ভাঙ্গনের কবলে ৪ থেকে ৫ কিলোমিটার ভূমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।সরজমিন গিয়ে দেখা যায়, ৫নং হাইমচর ইউনিয়নের চরাঞ্চলের ছেলে-মেয়েদের একমাত্র বিদ্যাপীঠ ৩৫নং মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনটি কয়েক মিনিটের মধ্যে নদীর গর্ভে চলে যায়। এ ছাড়াও ওই দিন হাবিব গাজী ও সৈয়দ চকিদারের মাছের আড়তসহ বেশ কটি দোকান মেঘনার ভাঙ্গনের কবলে পড়ে। এ ব্যাপারে ৫নং হাইমচর ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাত সরকার বলেন, হাইমচর ইউনিয়নবাসী বর্তমানে মেঘনার ভাঙ্গন আতঙ্কে রয়েছে। ভাঙ্গনে শত শত পরিবার ভিটেমাটি হারা হয়ে পড়ছে, অনেকেরই বসতঘর নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ইউনিয়নের ৩৫নং মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনটি ভাঙ্গনের কবলে পড়লে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তাদের নির্দেশ মতে কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হলেও চোখের পলকে ভবনটি নদীতে বিলীন গেছে। হাইমচর ইউনিয়নের যে সকল পরিবার মেঘনায় ভাঙ্গনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকারিভাবে সহায়তার অনুরোধ জানান ক্ষতিগ্রস্তরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top