সকল মেনু

কমলগঞ্জে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১২টায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পতনঊষার ইউনিয়নে প্রধানমন্ত্রী প্রদত্ত নির্দেশনা মোতাবেক সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা বৃদ্ধি ও প্রতিপালনের লক্ষ্যে সকল ওয়ার্ডে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কমিটি গঠনসহ কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।

পতনঊষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সদস্য নারায়ন মল্লিক সাগরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ২নং পতনঊষার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। আলোচনায় অংশ নেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু ছায়েম, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, পতনঊষার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহমদ, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী, মীর্জাপুর দাখিল মাদ্রাসার সুপার মাও: আব্দুল মোহিত হাসানী, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক ইলিয়াছুর রহমান মরহম, ইউনিয়ন বিএনপির সম্পাদক হাজী আব্দুল করিম আনোয়ার, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, শাপলা সবুজ সংঘের সভাপতি তোয়াবুর রহমান তোবারক প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top