সকল মেনু

জঙ্গি দমনে সংবিধানে নির্দেশিত পথেই থাকতে হবে: তথ্যমন্ত্রী

3-8_23555_23911হটনিউজ২৪বিডি.কম : সংবিধানে নির্দেশিত পথে থেকেই জঙ্গি দমনের পাশাপাশি উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সচিবালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে ডিসিদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানানো হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে জঙ্গি দমনের যুদ্ধ চলছে, উন্নয়নের যুদ্ধ চলছে, সুশাসন প্রতিষ্ঠার যুদ্ধ চলছে। এ তিন যুদ্ধে জেলা প্রশাসকদের সংবিধানের নির্দেশিত চার নীতির উপরে থেকে ভূমিকা রাখার জায়গা আছে। আমরা মনে করি গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এ তিন যুদ্ধে যথাযথ ভূমিকা রাখা ডিসিদের সাংবিধানিক দায়িত্ব। আমরা সেই কর্তব্য পালনের আহ্বান জানিয়েছি।’

তিনি আরো বলেন, ডিসিরা তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরেছেন, সেগুলো সমাধানের চেষ্টা করবে সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top