সকল মেনু

নতুন মুদ্রানীতি ঘোষণা

Bangladeghj-290x181হটনিউজ২৪বিডি.কম : চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে সরকারি খাতে ঋণ ১৫ দশমিক ৯ শতাংশ, বেসরকারি খাতে ১৬ দশমিক ৫ শতাংশ, মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশ ও প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ ঘোষণা দেন ব্যাংকের গভর্নর ফজলে কবির।

মুদ্রানীতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় বাজেটের সঙ্গে সমন্বয় রেখে মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে। মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বেসরকারি ঋণের প্রবাহ বাড়ানো এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এই মুদ্রানীতির মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির সুযোগ থাকবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি এবং কৃষি খাতে ঋণের প্রবাহ বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top