সকল মেনু

নেপালের প্রধানমন্ত্রী অলির পদত্যাগ

ঢাকা: নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতায় সে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন কমিউনিস্ট পার্টির (সংযুক্ত মার্কসবাদী-লেনিনবাদী) নেতা খাগড়া প্রসাদ (কেপি) শর্মা অলি।

রোববার (২৪ জুলাই) সংবিধানের ২৯৮.৮ এর (এ) ধারায় এই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে দেশটির প্রেসিডেন্ট বিদ্যা ভান্ডারির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পরে প্রেসিডেন্ট বিদ্যা ভান্ডারি তার আবেদন পত্র গ্রহণ করেন।

এদিকে নেপাল জাতীয় সংসদে আস্থা ভোটকে ঘিরে পদত্যাগের ঘোষণা দেন তিনি। যদিও আগে থেকেই তার পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল।

রোববার দেশটির পার্লামেন্টে দীর্ঘ বক্তৃতায় তিনি জানান, তিনি ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর জন্য নেপালের প্রেসিডেন্ট বিদ্যা ভান্ডারির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তিনি দাবি জানিয়ে বলেন, তার বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব গণতান্ত্রিক হলেও প্রকৃতরূপে চক্রান্তমূলক।

এর আগে শুক্রবার (২২ জুলাই) ইউনাইটেড কমিউনিস্ট পার্টি অব নেপাল (এম)-ইউএনপিএন মাওবাদী কমিউনিস্ট পার্টি প্রধান পুষ্প কমল দাহাল অনাস্থা ভোটের ডাক দেন অলি এবং তার সরকারের বিরুদ্ধে।

এ সময় তিনি অলিকে ফেডারেল বিরোধী হিসেবে আখ্যায়িত করেন।

গত বছরের ১১ অক্টোবর নেপালের ৩৮ তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ৬৩ বয়সী কে পি শর্মা অলি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top