সকল মেনু

সড়ক অবরোধ করতে দেবে না পুলিশ

imagesহটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,ঢাকা: হরতালে শাহবাগের মূল সড়ক অবরোধ করে সমাবেশ, বিক্ষোভ মিছিল বা অন্য কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান।মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগ মোড়ে হরতালের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে জানতে চাইলে হটনিউজকে তিনি একথা জানান।শিবলী নোমান জানান, মঙ্গলবার মানববিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আজমের বিচারের প্রতিবাদে ডাকা জামায়াতের হরতাল এবং রায় প্রত্যাখ্যান করে শাহবাগে আন্দোলনকারীদের ডাকা হরতালে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জনদুর্ভোগ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়া এর আগে ঢাকা মহানগর পুলিশের একটি সিদ্ধান্ত রয়েছে মূল সড়কে কোনো ধরনের কর্মসূচি পালন করতে না দেওয়ার।এরই অংশ হিসেবে শাহবাগ থেকে মতিঝিল, খামার বাড়ি থেকে মতিঝিলে চলাচলের মূল সড়ক খোলা রাখা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশ এই সিদ্ধান্তে অটল থাকবে। জোর করে যেন মূল সড়ক অবরোধ করার চেষ্টা করতে না পারে সেজন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top