সকল মেনু

সদরপুরে বন্যার পানি বিপদসীমার কাছাকাছি নদী ভাঙ্গন অব্যাহত

সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া, ঠাকুরচর গ্রামের আড়িয়াল খাঁর ভাঙ্গনের একাংশ-

ফরিদপুরে সদরপুর উপজেলার পদ্মা- আড়িয়াল খাঁ নদে বন্যার পানি বিপদ সীমা কাছাকাছি অবস্থানে পৌছে গেছে। পানি বৃদ্ধির পাশাপাশি নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করাসহ অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে  চরাঞ্চলের নিন্ম এলাকা বন্যাকবলিত হয়ে ঘর বাড়িতে পানি ঢুকে পড়েছে।

পদ্মার ভাঙ্গনে নারিকেল বাড়িয়া ইউনিয়নের চরদিয়ারা, আকন কান্দি গ্রামের প্রায় ১৫টি বাড়ি ঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। আড়িয়াল খাঁর ভাঙ্গনে চরনাছিরপুর ইউনিয়নের পশ্চিম চরনাসিরপুর, কাড়াল কান্দি, হাফেজ কান্দি, জামাল সিকদারের কান্দি, মুন্সির চর, ঢেউখালি ইউনিয়নের চরবলাশিয়া মসজিদ ঘাট, ট্রলার ঘাট, শিমুল তলা, নদী ভাঙ্গনে ঘর বাড়ি হারিয়ে জনগন পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। পানি বৃদ্ধির পাশাপাশি  বৈরী আবহাওয়ায় নদী ভাঙ্গন  তীব্র আকার ধারণ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top