সকল মেনু

পার্বতীপুরে মিনিবাসের ধাক্কায় নিহত-১

imagesরাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলাধীন সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের শ্বাষকান্দর মোড়ে এই দূর্ঘটনাটি ঘটেছে। আজ শুক্রবার সকালে মিনিবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম  শাহজাহান আলী (৪০)। তিনি পেশায় ছিলেন একজন মাছ ব্যবসায়ী। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর বড় হাশিমপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত শাহবাজ আলীর ছেলে। জানা গেছে, আজ শুক্রবার সকালে মাছ ব্যবসায়ী শাহজাহান আলী সৈয়দপুর শহরে মাছ বিক্রি করে বাইসাইকেলে যোগে বড় হাশিমপুর গ্রামে বাড়িতে ফিরছিলেন। সকাল আনুমানিক ৯টার দিকে তিনি মহাসড়কের শ্বাষকান্দর মোড়ে পৌঁছেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রংপুরগামী গীতাঞ্জলী পরিবহন নামের দ্রুতগামী একটি মিনিবাস (নম্বর রাজমেট্টো-জ-১১৬১) মাছ ব্যবসায়ী বাইসাইকেল আরোহী শাহজাহান আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনার পর মিনিবাসটি ও এর চালক মোঃ একরামুল হক বাবুকে আটক করা হয়েছে। আটক মিনিবাসটি বর্তমানে দশ মাইল হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই সারাফাত আলী বাদী হয়ে পার্বতীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল আলম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top