সকল মেনু

অবশেষে ১৯ ঘণ্টা পর নালায় পড়া শিশুর মরদেহ উদ্ধার

Junaed1469164444নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম : রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজের পেছনে পয়োনিষ্কাশন নালায় পড়ার ১৯ ঘণ্টা পর শিশু জুনায়েদ হোসেন সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শিশুটিকে উদ্ধারে দ্বিতীয় দফায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে শিশুটিকে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকর্মীরা জানান, বৃষ্টির কারণে নালায় স্রোত ছিল। ঘটনাস্থল থেকে খানিকটা দূরে ময়লা আবর্জনার একটি স্তূপ তৈরি হয়েছিল। সেই ময়লা পরিষ্কার করার পর সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির বাবা একজন দিনমজুর, মা পোশাক শ্রমিক। ওই এলাকার একটি বাসায় তারা ভাড়া থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি ওইখানে খেলা করছিল। বিকেল ৪টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাচ্চাটিকে কেউ ওই নালায় পড়ে যেতে না দেখায় আগে আশপাশে খোঁজ করেন। তারপরও না পেয়ে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top