সকল মেনু

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি;ঘরে ফিরছে বানভাসীরা

BANBHASHI-DUTTAPUKUR-bg20110812211941ডঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম:ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সব নদ-নদীর পানি কমতে শুরু করায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিকে,বন্যার পানিতে ডুবে আলমিনা(৪) ও বিউটি (সাড়ে ৪) নামে গত এক সপ্তাহে ২শিশু মারা গেছে। উচু এলাকার বসত ভিটা থেকে পানি নামতে শুরু করায় বানভাসীরা ঘরে ফিরছে। ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী মেরামতে ব্যস্ত সময় পার করছে বন্যা কবলিত এলাকার মানুষজন।বন্যার পানি পুরোপুরি নেমে না যাওয়ায় সরব হয়ে উঠতে পারছে না গ্রামগুলো। হাতে কাজ না থাকায় খাদ্য সংকটে পড়েছে ক্ষতি গ্রস্তরা। বন্যার্তদের ২শ মে. টন চাউল ও ৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও এখনও বিতরন শেষ হয়নি। অন্যদিকে বন্যার পানি কমতে শুরু করায় বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। হুমকীর মুখে পড়েছে যাত্রাপুর বাজার ও বন্যা নিয়ন্ত্রন বাধ এবং বিভিন্ন স্থাপনা। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি কমতে শুরু করায় নদ-নদীর ৩০ টি পয়েন্টে নদী ভাঙ্গন শুরু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top