সকল মেনু

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

bandukjuddo_21839হটনিউজ২৪বিডি.কম : ঝিনাইদহ সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ। আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে আড়ুয়াকান্দি গ্রামে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ২০-২২ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় জানাতে পারেনি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে ঝিনাইদহ সদর থানার টহল পুলিশের একটি দল হাটগোপালপুর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মধুপুরের আড়ুয়াকান্দি কবরস্থান এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে গোলাগুলির পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল তল্লাশি করে। সে সময় তারা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে।
ঘটনাস্থল থেকে ১টি শাটার গান, ২ রাউন্ড বন্দুকের গুলি ৫টি বোমা, ৩টি রামদা উদ্ধার করে।
পরে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top