সকল মেনু

মানবতাবিরোধী অপরাধ : আজ জামালপুরের ৮ রাজাকারের রায়

tribunal_21629হটনিউজ২৪বিডি.কম : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জাড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় জামালপুরে আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আশরাফ হোসাইনসহ ৮ রাজাকারের বিরুদ্ধে আজ সোমবার রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে বিচারিক প্যানেল রায় ঘোষণার এদিন ধার্য করে আজ আদেশ দেয়। একই মামলায় ৮ আসামীর মধ্যে গ্রেফতার রয়েছেন এডভোকেট শামসুল আলম ওরফে বদর ভাই ও এসএম ইউসুফ আলী। পলাতকরা হলেন, আশরাফ হোসাইন, অধ্যাপক শহীদ আহমেদ, আব্দুল মান্নান, আব্দুল বারী, মোহাম্মদ হারুন ও আবুল হাশেম। গত ১৯ জুন এ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায় ঘোষণার জন্য (সিএভি) রাখা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top