সকল মেনু

ইতালির মন্ত্রীকে ওরাংওটাংয়ের সঙ্গে তুলনা!

9আন্তর্জাতিক : ইতালির প্রথম কৃষ্ণাঙ্গ মন্ত্রী সিসিলি কেনজকে ওরাংওটাংয়ের সঙ্গে তুলনা করেছেন দেশটির একজন সিনেটর। রবার্ট ক্যালডেরোলি নামে ওই সিনেটর শনিবার উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোতে একটি র‌্যালিতে বলেন, আমি জীবজন্তু ভালোবাসি। তবে সিসিলির ছবি দেখে আমি ওয়াংওটাংয়ের কথা না ভেবে পারি না। এ সময় তিনি সিসিলির সমালোচনা করে বলেন, “সিসিলি ইতালিতে অবৈধ অধিবাসীদের অনুপ্রবেশকে উৎসাহিত করছে। রবার্ট আরো বলেন, “সিসিলির নিজের দেশের মন্ত্রী হওয়া উচিত। 
সিসিলি ইতালির নাগরিক হলেও তার জন্ম কঙ্গোতে। পেশায় চিকিৎসক সিসিলি ১৯৮৩ সাল থেকে ইতালি রয়েছেন। এদিকে, রবার্টের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক নেতাদের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে।
এ ঘটনায় পর দেশটির প্রধানমন্ত্রী ইনরিকো লেট্টা জানান, রবার্টের এই মন্তব্য সবকিছুর সীমা ছাড়িয়ে গেছে। তিনি সিলিলির প্রতি পূর্ণ সংহতি ও সমর্থনও জানান। তবে, এতো কিছুর পর রবার্ট সিসিলির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top