সকল মেনু

আহসান উল্যাহ মাস্টার হত্যা মামলা : রায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

gazipfdghjk-290x141হটনিউজ২৪বিডি.কম : গাজীপুরের আওয়ামী লীগ নেতা আহসান উল্যাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামির খালাসের হাইকোর্টের আদেশ আপিল বিভাগ বহাল রাখেন।

ওই রায় ঘোষণার পর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। রোববার দুপুরে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে তারা অবরোধ সৃষ্টি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রায় ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় জনতা মিলগেট, কলেজগেট এবং চেরাগআলী এলাকায় দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিত্যক্ত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ সৃষ্টি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এতে ওই মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top