সকল মেনু

বেনাপোল চেকপোষ্ট ৯০লাখ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার যাত্রীর পালায়ন

indexযশোর প্রতিনিধি: এক দিনের ব্যাবধানে আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল কাষ্টম তল্লাশি কেন্দ্রে  আবারও ৯০লাখ টাকা মূল্যের বিদেশী ডলার ইউরো ও ভারতীয় রুপি উদ্ধার করেছে কাষ্টম গোয়েন্দা সদস্যরা। ভারত থেকে আসা যাত্রীর ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় মুদ্রাগুলো। তবে চেকপোষ্টে কর্মরত কাষ্টম সুপার উত্তম কুমার সমাদ্দারের বিরুদ্ধে একটি ব্যাগ সহ অপর এক মহিলা পাসপোর্ট যাত্রীকে পালিয়ে যেতে সহায়তা করোর অভিযোগ উঠেছে।  গোয়েন্দা সদস্যদের চোক ফাঁকি দিয়ে নিরাপত্তা বেষ্টনির মধ্যেই কৌশলে পালিয়ে গেছে  দুই যাত্রী। পাসপোর্ট যাত্রী ফরিদ হোসেন ঢাকা নবাবগজ্ঞ কহর নগর এলাকার রজব আলীর ছেলে । যার পাসপোর্ট নং- বিজে-০৬৩২৮৩৩২। বেনোপোল কাষ্টম যুগ্ন কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। আটক এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৪হাজার ৯’শ ক্যানাডিয়ান ডলার, ৯৩ হাজার ৪’শ ৪৯ ইউএস ডলার, তিন লাখ ৫৩ হাজার ভারতীয় রুপি ও দুই রিঙ্গিত জব্দ করা হয়। এসময় ৩টি ব্যাগ, একটি মোবাইল ও পাসেপার্ট জব্দ করা হয়। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। গোয়েন্দার সহকারি রাজস্ব কর্মকর্তা-উম্মে সালমা বলেন, ভারত থেকে বাংলাদেশে আসে ঐ যাত্রীরা। সন্দেহভাজন যাত্রীদের তল্লাশির চেষ্টাকালে-কাষ্টম সুপার এক যাত্রীর ব্যাগ সহ তল্লাশির জন্য অন্যার্ত্র নিয়ে যায। সেখান থেকে পালিয়ে যায় তারা। তবে সুপারের দাবী বিজিবির এক সদস্যকে যাত্রীর গতিবিধি লক্ষরাখার জন্য বলা হয়-পরে আর খুজেও পাওয়া যায়নি তাকে-
উল্লেখ গতকাল বৃহস্পতিবার সকালে ১৫লাখ টাকার মুল্যের বৈদেশিক মুদ্রা সহ ২ পাসপোর্ট যাত্রীকে আটকের পর ছেড়ে দেয় কাষ্টম সুপার উত্তম সমাদ্দার। পালিয়ে যাওয়া যাত্রীর ব্যাগে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা থাকতে পারে ধারনা করেন স্থানীয়রা-

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top